Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,বেতাগী,বরগুনা|

   (১)

সিটিজেন চার্টার

ক্রমিক নং

                     বিবরন

চিকিৎসা সেবা

বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা

এক্স রে

০ থেকে ৫ বছরের নিচে শিশু চিকিৎসা

গর্ভবর্তী ও প্রসূতী সেবা

6

অস্রপাচার

7

জরুরী আঘাত প্রাপ্ত সেবা

                (২)

               প্রকল্প/বিভাগ

ক্রমিক নং     

                  প্রকল্প/বিভাগের নাম

                                        প্রদত্ত বিভাগে সেবার বিবরন

বর্হিঃ বিভাগ

আগত রোগীদের চিকিৎসা প্রদান করা হয়।

আন্তঃ বিভাগ

রোগীদের ভর্তি করে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

জরুরী বিভাগ

সবসময় চালু থাকে,আঘাতপ্রাপ্ত ও মারাত্মক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

আইএমসিআই

শিশুদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

জরুরী প্রসূতী বিভাগ

গর্ভবর্তী ও প্রসূতী সেবা প্রদান করা হয়।

প্যাথলোজী বিভাগ

বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়।

ইপিআই বিভাগ

শিশু ও মহিলাদের টিকা প্রদান করা হয়।

উপ স্বাস্থ্য কেন্দ্র

আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

কমিউনিটি ক্লিনিক

আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

১০

মাঠের কাজ

স্বাস্থ্য শিক্ষা, স্যানিটেশন, মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা, বোগ নিয়ন্ত্রন ইপিআই ইত্যাদি।

১১

এ এম সি প্রকল্প

ভেজষ বাগান তৈয়ার।